
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৩ লাখ ৮৮হাজার ৪শ ৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৯ লাখ ৬২ হাজার ৬শত ৪৭ টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৬৪ লাখ ২৫ হাজার ৮শত ১০ টাকা। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এ বাজেট ঘোষণা করেন।উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিত্য গোপাল সিকদার, সাধারণ সম্পাদক রনজিত কুমার বিশ্বাস, ইউপি সচিব প্রতাপ বিশ্বাস , ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপরেটর হালিমাতুজ্জহোরা, সংরক্ষিত মেম্বর রেশমা খাতুন,নাসিমা খাতুন, মৌসুমী মন্ডল, মেম্বার জাহিদুল ইসলাম দুদু,ফিরোজ আলী,রুহুল আমিন,আবুজার মোল্লা,আশরাফুল ইসলাম,কটন বিশ্বাস,প্রতাপ বিশ্বাস, উদ্্েযাগতা শাহিন আলম, সহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।আপর দিকে নলডাঙ্গা ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ১ কোটি ৫৭ লক্ষ ৭৭ হাজার ৫ শত ৭১ টাকার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান সাইফুল আলম খান রিপন এ বাজেট ঘোষণা করেন। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব নির্মল কুমার বিশ্বাস ,সংবাদ কর্মী, সংরক্ষিত মেম্বর মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও পাগলা কানাই ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯২ লাখ ৮২হাজার ৩শ ৯০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ৩শত ৯০ টাকা ও উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাস এ বাজেট ঘোষণা করেন।উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব বিশ্বজিৎ কুমার বিশ্বাস ,সংরক্ষিত মেম্বর, সকল মেম্বার, উদ্্েযাগতা ,গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও ফুরসন্ধি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৩ লাখ ৮৭হাজার ১শ ১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার এ বাজেট ঘোষণা করেন।উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব বদিউজ্জামান ,সংরক্ষিত মেম্বর, সকল মেম্বার, উদ্্েযাগতা ,গ্রাম পুলিশ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।