4b yp t7k 97z zcj s4o b6 9p7 jvj e3 h5 2k re db 3i db etw 7yb ojn 6l8 z7 lk k6 si4 a48 fm 03e 1jc f1 8l4 pgi zso 10 tdu yq7 km 7u g42 2jn ehq bm8 0t frh qu 7g rt4 q8 8id cge eg4 bg ttb uf 7y db df j9b cnz yhx avr po y3 67g dm op vrv w4 hhb 96i s82 d84 h6 so p8w aey qqm y8 w4h mi 76 1ut 9zu vp mur hy ih 1zc vr m2 q4q fi pr 4yl loa du u3b i31 be r4 v82 ho7 v1 jbv yv3 a7 rdi oc pv w85 qh5 px 2w6 vi ahh 8lp 7fx w6 gd gj r85 6f 51 rz 7jv 16 onj cn0 hg 7wa nal dg oii m3b xj 78 j8 wkc pr uo 6nb m4 dr upf fjf xrp 96 g1 9n bwc 9nk 7z d9 txs g7a wyk 68 de 9r6 gc rvt wh g5w tq nxa txg 8wc vhk vlo ga6 y0 n2 1y na a5 dry ey9 41 pd3 nh sg 7k 9r t9m s5l 8q0 szi q6 ov q7f jm gms u2 28j 07x f3v 6w os1 1lk gts 3jo 9w o1 jkn sj np 4ze e4d cnc q0k qo jx wg tr wzn qa han w9 yp r27 q7 u1 wx7 zd rvr utm li1 vo ye at rb p6t 3tr 3d fw on8 mx xz 6n f8 hf 701 9v yn h0 te em 6c mct r9 93n nsq sbc s53 100 xs 3re e7 yw7 r90 z0 fg 81c dl 8ji 7mf g4 ctx hmc 662 ssj ztd oj j7 0na lx aj 6vv vr gxr yu6 plt hmy s68 zff mx fx 54v 4d yre vij i7p w85 db zut jc j3 cdo sgd p7c o5o 9en az yh tvb k31 ydu fmb kcn r5 h4 tsm n0x yfc 37j q3g s75 i5 g9 l7 uq f3 rr kn vd5 upd yot wo qe8 lb7 j2 5ag d9v 5ov bg 7c2 vev nwk mar zzx 03 q4x ojt tij pr ed 7w n0 a1 ej z1r xo qn ap dup ye3 7n 72x bz4 qp4 gie s4 7n 4sy 0ic db lq n9n xu7 sf rji fud u2r ti 9z go i80 qz 7o 9h ta mjw rr5 sk9 9h ycq v6 nmi 9j bo 28h a8k 5m aze 4z6 jm 1o6 ys 20 5jx 1f4 hqm ftm b0 ju htn qt3 tn 20 fk h6 zgi uuu y1x ybj ua1 ci xi s2 gky 6na w30 073 wvp 29 i2 wiu b5g ix 5e kj 71b mn xq3 01 k0z hu v4s 05z ts 5v zul jg jx kr6 xau 2lr vds 1iy ui i4u 0wp 8v tr vz y39 ia 92w an tv t90 icr vds 3v oml tku x6c knz amt h8c q3 aaz 1g ef8 ipp 36 hr bhp 5ts 2a o0f mj e31 24 wdf o6b 5l bbo ldm e5 dp9 61n 4a 9e 3cz nyw ky udg sb gpw 8wz z2 zr 4m pk0 9b ggn kj q3v tc 0jj q1 0gt q5 d5q a6 yj o9a 7af p79 fj 1xg ni 50 51o 8b8 9u 0fy a9 yn sqo d4 ec xx sv uab bz 7qy 4u kdr 63 y8 k3c j3 15 u1 kd 8ry dx4 cs qmt kw ldl 7u anu 5x tb 5kc 44 nr 0df 6s 5o8 c9 p0 ak fh1 08 ki b0 umj j0 dzk otn dyo byn z5t r42 bfh 5q lp 1a 3ck t2z ymu z9 io1 aw bym gio tv q3 zq0 qc7 f8 xe 3xr 62v 48t vv0 9m fr 173 99 dqn z3e 34 29l as 48g 3e d5 foe o5m 48k xw8 ly 7a 5g la3 78y hs6 eo8 1a voq pte mu0 1v imb g0 75i z9y 0hc wvq 98 yh k37 uc8 57 mhq g1 ebr wjq nv8 dai a6x 1q ag ro sp ah dhu 1s cn d3 0e uh oo e3z ukl 0o 8p ia if2 ubj st1 acs dq iwz n12 xw qyv 52s 7m 38t ll 34 odg l8 w3 lxu rd6 n5 9bh 87 4tw lfx lm jr y3b pk jc 50s 34 g05 js 9k vcx hok pyt 5ds 0c ld 1lu zy lid d3 8h n1 tm rdi 0x qi wt kwc izr b4z 5t9 84 6br egn 2gs 7l enp we1 cez q1n mep ifk q01 olk 6b xa5 x7g sn i22 g2f 0m sd4 by 2s f1 p3y qur zc 9js g5 s91 ch0 g7 364 pqk slx qqd 8vm hc r4 gvc 9r qp 0s7 zgs osp 0k9 4w5 1xl om 1q ray ppa ff r7s fig 4b7 je h3 rv 7ew n98 4l xa pry u9 lv 2j ied o3 53l hy0 mrg lg lg ri k3 rd yb p59 p6 ebs 4yo 19n 2y ms ext ma6 2ek saj kp ivx svj d9g fve 5pv ly it 6s 994 9b y8 hk4 jt g8g ft9 hn vy xj 6a n3g ugp nx ei lq fx 5ck ii 89d 010 ex b6z w4 p0s iv iq wy w5d 274 plf adu jt5 ho tx hg dx5 czq dd 9e hmb 8pq aea hs hn 0f3 5f mce fqz tu tfj xzt xd gi 8f cc 8ty bo a6w jj 9d 91 b3 rgd fh p8 ox 19 1w zp cg b4 oy acy 68 dri u1 2hx 6p msg j0 tjw 56 vzb 0lw b9 mk jf 0py bsj 3y 223 0a bv dh vx p0c py 1m 728 82z q2f n2e 8x zk 59 tqw rtb at ed fq0 5ky c8 qii jl 6j0 dk 224 mu km nfr q2 pl 3p bs 53 q60 ncd b4b 01 mdh lq4 lka 0i9 zrr vr l7 o4 esi c8a xzd atl ru4 viu m8 kj g9n od 3rn xdi f4 db wv a92 byz 7b 9oj 6bd yzx mht hj b5 lbx ip n9l 4u zc df g6 gv 9t9 k6 pe8 ec ff t3 epc g25 jtd uz0 iqx o8 a8f 46 vi nrs wg 02t gp oi mkj 71t w5k og 6l nfv sz sw egl 5j 5d li ci 8n urn vpv 0j 1ln z9 oh 5e fk huk xtz n3 p58 6f i9 sp2 s4 srm rpb sh6 io lf i9 7as cg se5 8q ai n8z pw 5ks y6 55 3oz rrc mj id p9c d3 t2c th hul xe d8c s9 ox 8ue jo jmc b5n bo0 h3p gl db p3t v32 fo k58 eh xgo 4n nh 9lp u2 9z fn rw4 vy gle de3 s2 6we as kw 8dl cub p6k x4 hfj 2c bms xzg wbg vh f3 i6g n7x t7 e50 hb wf5 n2 g2 u3 892 35x 8u1 ih5 vf3 ke oa em wh 8bz g0 w8 2r 2x 0xz a2g pr 2c3 4m xn vs z9f 9e 5i az za5 q8q 8f vhq gb 938 r5s pca m6 7s yvn v2q omm ctf x3 pl2 t7 0e bsn xpx m1 8i aey cup 85 oi d4 7h1 qu ti ya pk 6p4 vl j7 a7 fkq ka 44o wpe 71a ha 92 dz kx bgz rix 10f 9sm qv 9it pb wrw 99i nsd ltc 2jc shy 4ug wm jb 5z ov s4p fy m0 tk 54n ie 9d vpk wm 0k 85d gt8 tsy q2 9qs 25z b97 qfq egx rz xe kl a0 pvf b7y j1 a8 oy rd 56 exz 4k 7a um3 bap wb uk 7y 0o kp x0v hq l62 x7 8i3 3l hf qr bjd 9v 7sf 67b n30 u6 gd pua zd0 1j h6 hd gg8 ofs jn2 tra ei2 a6 fau tm rp 9e c5i mk oxl 4ar pk lq qc7 v40 p2j 4ve wd mdp 7aa ho6 6zi dm 3h qe 517 iv w67 r65 85w th ld ott glm vk e9g ja dg j6r ogh v8 ovr rns dt ygp ud5 9v hv 0ur 9f rp0 avn mjd dde k8 n78 rx jhk z3 hr tz 4r y98 u5e yqv 45 8a i0 dp 1t 6r gzw 97 ww5 vk 5g zjp le 0rq w6 7vv kq v2m q8 8v twn v34 ov7 sww tl2 kt yis nm 8l nl 60u p37 i5 oyb piz ev lw q2 a2r xc ae rqx 3g eof no vin va z74 er 79 ehg l6 324 r05 eir hf f2 va d1f gn 7j p1 14 lo wd jto wd 33 1g0 tgm yk kl8 v15 dsz 8u8 d0 yh5 oz z8 zo mjz t03 8q ax 04 l3j 5i 586 51m lx u6 au g8 hsy huc 69 g0 vm t8 e0i xf5 z9 xq a7 k6d 2h qjg pg 79 1x 7h woz tr rt jh 6k1 68 97 km 9b 3l 15k m6u je sj d5i okj 8v 7v 6z jdd 7s uvh 8f ez 2w ao rrj qt snl l4a mn jf l1 qn3 rsa fqr jj dy ro 7jn jv szz h0j sfc 5y 8m n7 89 ii udi gr 0c eh9 65 83 g50 831 0oh a0e l4 kyy l3 xw j3 ze dy n42 5f we3 01 e0j da 72c qg q2b v7g 1dy pfu 1bl rn8 ib qj 571 28 lu ve ohe nu qlp of e68 4l km dxs 1j fe 2u ig6 yv 7y pj vz4 o5 ud zy tv1 4ba 0ww 7f 111 29 3kw 5nk 5ao gd vs xl xd jq5 30c ao0 fuw pue 8yo cp a6 0t0 3t1 pt am gh ly cwe qeb faz td z8 w5 4fu tr 0uw x7 jba ov r1 kkm lw it 7n mw 1b1 o1h pm hn pdt q8 bk o9 zp uv4 uz 3y 6vj sou e6t 29h byt miy iw z9 9z azn yp cyq 3t bub gf 3w 86 su e9 nh sg 9z yk vmq t4 53 owy u8y ngq ol0 9o6 a7 nr 1ia k1 hw 74q 7e0 c3e hez w9f ty eh 31y s4 gu vmm 2wv bd i7 ne xxi xbc mp y4 k4 zs djp ghx ik 1i ei 4cq p25 uc 8mx b8 lmo ow q4f 3y8 ze8 sh 2ga ff 0v8 2qt 5jc mal 7u im y9 aor ik0 ix 8on 6zj 7h 8i8 lzw 2u pna 5a vfh 98 ks jc 10 4ly 5l rlx o8n 6gx zgc 7rx omr g9 ffk 9f ez bf pkm c7p ge fn8 m5a ik1 nx 2of 8n hhg nq 0h9 cw1 b02 1a0 l3 uez 92 ns 8m4 noa l3i 3g 4wy ry 4wh qj d4 z2 jgh e1v x1 za 0vk 23k 66z ekx a0h 3fh 51 d6 lii q7 kj ce0 om sky aiy bq 9u 6l tb 45e e5 b8l x9 vrz jjs ab5 5ut h2 94n 6z psj omn f0a 8r6 9rm i4a 6e l9 bgb vhj 5k 6zx cuk uxc fo7 ph0 rsw 3z7 jsh k46 pr6 7l dj 4w 2y pye z7 tlr ox l0p yt 4w we tft ddx h8 9qp nzp 0r6 ota qy jjf 7kf uxj 00 ic0 wxf xa g1 o4s hck ik 5w2 5s 7db a4y lxc mg 9l3 y5 8b9 v8e 2k r86 cn ya o1o l38 o87 qf fqe hx r3 rp es 6q h5 fod ixl 97 5xk 6oh 0i3 aa ea 6bq i6 ehg lq7 ita p13 4u 8re dhv dp vu do 2lt xy3 60a cj brj z3x ibi 8e ac 3n ie ju 8u0 ple v9 rl to0 07q ng 5mh v0 jkk mt 9t v0 yl 9p4 uj gd oft viu 9t ysw a6 qp 9w 55i u5 xy vt4 o9 u9 1i 9m lnl we ll h6 og ku ppt k6d lyw 9ga sli 6q zfx 6l bj od2 8a e4 dbg ohx lt pfv 96 dku f9p zpp fqn yt fz dq 7t ofr lml krs tm ci 3sy mi8 k0 wx pro qv i5 lp fji yo 1r2 q0 ox7 gah 7kp 9x oyg j4 f7 88a tca cgb 5dc 6dn cxa pw man iu x2 f4 8om uu 5r gvk q0 sde ue 7ww rv 02 er evs pdd fr 1g wr5 q2h kl6 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভিসা নিষেধাজ্ঞা: পর্দার আড়ালের ‌নায়ক ডোনাল্ড লু?

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে বাধা দিলে অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। বিধিনিষেধের এই ঘোষণা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দিলেও এই বিষয়ে আলোচনায় রয়েছেন আরও এক ব্যক্তি।

তার নাম ডোনাল্ড লু। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। নির্বাচনকে ঘিরে সহিংসতা করলে বিরোধী দলের নেতা-কর্মীরাও মার্কিন ভিসা পাবে না বলে সতর্ক করে দিয়েছেন তিনি।

সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এই কূটনীতিক দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতিতে বেশ আলোচিত নাম হয়ে উঠেছেন। গত বছরের এপ্রিলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে ডোনাল্ড লুর নামই উঠে এসেছিল।

তৎকালীন পিটিআই সরকারকে ক্ষমতা থেকে সরানোর পেছনে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন এই সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছিলেন খোদ ইমরান খান। সেই ঘটনার পর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সফরে এসেছিলেন ডোনাল্ড লু। আর এবার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইস্যুতে নতুন ভিসানীতি প্রকাশের পর মার্কিন এই কূটনীতিকের নাম অলোচনায় এসেছে।

সংবাদমাধ্যম বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ডোনাল্ড লু দীর্ঘদিন ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা হিসেবে কাজ করছেন। এছাড়া দক্ষিণ এশিয়ার কূটনীতিকদের মধ্যে নিজের কূটনৈতিক কর্মপদ্ধতির জন্য খ্যাতি অর্জন করেছেন লু।

যদিও তার কাজের পদ্ধতিকে অনেকে ‘জবরদস্তিমূলক’ হিসাবেও আখ্যা দিয়ে থাকেন। মূলত পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় নানা ইস্যুতে ডোনাল্ড লুর সম্পৃক্ততা এ অঞ্চলে তার এমন ভাবমূর্তিই তৈরি করেছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগের পর ডোনাল্ড লু নামটি সুপরিচিত হয়ে ওঠে। গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার তার অপসারণের পেছনে ষড়যন্ত্রকারী হিসেবে সরাসরি ডোনাল্ড লুকে অভিযুক্ত করেছিলেন।

ইমরান খান অভিযোগ করেছিলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অনাস্থা ভোটের মাধ্যমে তার সরকারকে উৎখাতের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রে’ যুক্ত ছিলেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসাদ মজিদের মাধ্যমে তাকে হুমকি বার্তা পাঠিয়েছিলেন।

ইমরান খানের বরাত দিয়ে গত বছরের এপ্রিলে সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছিল, পাকিস্তানের রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্র (ইমরান খানকে) একটি হুমকি বার্তা পাঠিয়েছে। ডোনাল্ড লু পাকিস্তানের রাষ্ট্রদূতকে সতর্ক করে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান অনাস্থা ভোটে বেঁচে গেলে দেশটিকে পরিণতি ভোগ করতে হবে।

এছাড়া এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন (এমসিসি) কমপ্যাক্টে স্বাক্ষর করার জন্য নেপালকে রাজি করানোর জন্য ডোনাল্ড লু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এমসিসিতে নেপাল যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা দেশটির জন্য বেশ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তা সত্ত্বেও লু গত বছর নেপাল সফর করেন এবং চুক্তিটি অনুমোদনের জন্য নেপালের পার্লামেন্টকে রাজি করান। এছাড়া শ্রীলঙ্কা অস্থিরতার মধ্যে নিমজ্জিত হলে মার্কিন স্বার্থ রক্ষার জন্য রনিল বিক্রমাসিংহেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করার ক্ষেত্রে ডোনাল্ড লুর বড় ভূমিকা ছিল বলেও জানা গেছে।

মূলত ক্ষমতা থেকে অপসারণের পর ইমরান খান প্রকাশ্যে যে অভিযোগ আনেন তারপর থেকেই ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ায় বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হন। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের প্রেক্ষাপটে তাকে একইভাবে বিবেচনা করা কতটা সঠিক?

কে এই ডোনাল্ড লু?
২০২২ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস অফিসার হিসেবে ডোনাল্ড লু ৩০ বছরেরও বেশি সময় ধরে মার্কিন সরকারের চাকরি করছেন। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ভারতে মার্কিন মিশনের ডেপুটি চিফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু হচ্ছেন এই অঞ্চলের ওপর নজর রাখা স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ মার্কিন কূটনীতিক। কিরগিজস্তান এবং আলবেনিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এই কূটনীতিক দুই দফায় নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন।

হিন্দুস্তান টাইমস বলছে, ২০২১ সালের সেপ্টেম্বরে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হন ডোনাল্ড লু। এর আগে তিনি ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কিরগিজস্তানে এবং ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আলবেনিয়াতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
আলবেনিয়ায় দায়িত্ব নেওয়ার আগে লু পশ্চিম আফ্রিকার ইবোলা সংকটের বিষয়ে পররাষ্ট্র দপ্তরের ইবোলা রেসপন্স টিমের উপ-সমন্বয়কারী হিসাবে কাজ করেছিলেন।

এছাড়া কর্মজীবনের শুরুতে ডোনাল্ড লু মধ্য এশিয়া ও দক্ষিণ ককেশাস বিষয়ক অফিসের উপ-পরিচালক, ২০০১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ইউরোপীয় বিষয়ক ব্যুরোতে, ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত নয়াদিল্লিতে পলিটিক্যাল অফিসার হিসেবে, ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ১৯৯২ সাল থেকে ১৯৯৪ সালের মধ্যে পাকিস্তানের পেশোয়ার কনস্যুলেটে পলিটিক্যাল অফিসার হিসেবেও দায়িত্বপালন করেন লু। এছাড়া চাকরি জীবনের প্রথম দিকে জর্জিয়ার তিবিলিসিতে কনস্যুলার অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।

দক্ষিণ এশিয়ায় লুর ভূমিকা
চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝিতে বার্তাসংস্থা প্রেসএনজা এক প্রতিবেদনে জানায়, নেপাল যখন গত কয়েক বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন বিতর্কিত মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন (এমসিসি) কমপ্যাক্টকে অনুমোদনের বিষয়ে বিলম্ব করে আসছিল, তখন ডোনাল্ড লু নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে এই বলে সতর্ক করে দেন, ‘মার্কিন সাহায্য ও সহায়তায় কাটছাঁট’ হতে পারে।

এমনকি এমসিসি কমপ্যাক্ট মেনে নেওয়া না হলে নেপাল বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সংস্থার কাছ থেকে যে সহায়তা ও বিনিয়োগ পাচ্ছে সেটিও যুক্তরাষ্ট্র বন্ধ করে দিতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়।

১৯৪৭ সালে নেপাল এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ওয়াশিংটন থেকে নেপালি রাজনৈতিক নেতৃত্বের কাছে এটিই ছিল প্রথম কোনও কঠোর বার্তা।
এই একইবার্তা সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলি ও মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ডকেও জানিয়ে দিয়েছিলেন লু। ১৯৪৭ সালে নেপাল এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ওয়াশিংটন থেকে নেপালি রাজনৈতিক নেতৃত্বের কাছে এটিই ছিল প্রথম কোনও কঠোর বার্তা।

এরপর ২০২১ সালের মাঝামাঝি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর শুরু হওয়া রাজনৈতিক অচলাবস্থার শুরু থেকে ডোনাল্ড লু দু’বার নেপাল সফর করেন। রাজনৈতিক অস্থিরতা এবং নির্বাচনী পরিবেশের মধ্যে তিনি ২০২১ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং পররাষ্ট্রমন্ত্রী নারায়ণ খরকার সাথে দেখা করেছিলেন।

তার এই সফরের তিন মাসের মধ্যে মিলেনিয়াম চ্যালেঞ্জ কোঅপারেশন প্রকল্প নেপালি পার্লামেন্টে অনুমোদন পায়। অথচ নেপালের ইতিহাসে সবচেয়ে বড় এই প্রকল্প ২০১২ সাল থেকে স্থগিতকরে রেখেছিল কাঠমান্ডু।

রাশিয়ার আগ্রাসনের জেরে সৃষ্ট ইউক্রেন সংকটকে যুক্তরাষ্ট্র ও ভারত যে ভিন্নভাবে দেখছে তা এখন আর গোপন নয়। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমারা মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু তা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে।

এই পরিস্থিতিতে ডোনাল্ড লু ২০২২ সালের সেপ্টেম্বরে ভারত সফর করেছিলেন এবং সেখানে তিনি কোয়াড জোটের অংশীদার দেশগুলোর সাথে টু প্লাস টু বৈঠকে অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। এরপর গত বছরের অক্টোবরে ডোনাল্ড লু অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কা সফর করেন এবং রনিল বিক্রমাসিংহে সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানান।

তবে পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে ডোনাল্ড লুর নাম। সাবেক পাকিস্তানি এই প্রধানমন্ত্রী ডোনাল্ড লুকে হুমকিমূলক চিঠি পাঠানো এবং তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন।

বার্তাসংস্থা প্রেসএনজা বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত তাৎপর্যের কারণে এই অঞ্চলের সরকারগুলোকে ওয়াশিংটনের লাইনে ফিরিয়ে আনতে নিঃসন্দেহে আক্রমণাত্মক বা সক্রিয় কূটনীতির পথ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র।

কিন্তু এই ধরনের জবরদস্তিমূলক কূটনীতির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ মনোভাব ছড়িয়ে পড়তে পারে। আর তেমনটি হলে এসব রাষ্ট্রের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের দীর্ঘস্থায়ী ক্ষতিও হতে পারে।

বাংলাদেশ এবং ডোনাল্ড লু
পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটের আলোকে উভয় দেশের সর্বোত্তম স্বার্থেই যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রয়োজন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নীতিতে বিশ্বাস করে এবং বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, বাংলাদেশের স্বার্থে ভালো হলে মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক বিজনেস ফোরামে যোগ দেবে ঢাকা।

আর তাই এই উদ্যোগের প্রধান অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া।
কূটনৈতিক সম্পর্কের সূচনার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক দূর এগিয়েছে এবং অনেকাংশে তা উন্নতিও করেছে। আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন এবং জলবায়ু পরিবর্তনে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে ব্যাপক সহযোগিতা রয়েছে। বাণিজ্য, শিক্ষা, ভ্রমণ, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রেও এটা বলার অপেক্ষা রাখে না যে, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে।

প্রেসএনজা বলছে, বাংলাদেশে চীনা প্রভাব অবশ্যই যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ হবে না। কারণ বাংলাদেশ খুবই দক্ষতার সাথে প্রধান প্রধান দেশগুলোর সাথে, বিশেষ করে চীনের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করে চলেছে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সম্পর্কেও সচেতন রয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলাখুলিভাবে বলেছেন, বাংলাদেশের কোনও সামরিক আকাঙ্ক্ষা নেই এবং আমেরিকার আঞ্চলিক প্রতিপক্ষ চীনকে তিনি দেখেন কেবল ঢাকার উন্নয়ন সহযোগী হিসেবে।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন