
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও তালিকা ভূক্ত চোর ডাকাত ধরতে সাড়াশি অভিযান শুরু করেছে। অভিযানের প্রথম দিন সোমবার দিবাগত রাতে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে উপস্থিত করা হয়। জানাগেছে,কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলমের নেতৃত্বে থানার সকল ফোর্স ও কর্মকর্তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এক যোগে অভিযান চালায়। এ সময়ে উপজেলার পোনা মধ্যেপাড়া থেকে মোঃ নজির উদ্দিন মোল্যার ছেলে মোঃ আবু সুফিয়ান ওরফে মামুন মোল্যা (৩৫) কে বিশ পিচ ইয়াবাসহ গ্রেফাতার করে জেল হাজতে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ তুষার মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাকে এর পূর্বে অনেক বার কাশিয়ানী থানা পুলিশ মাদক সহ গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আলম জানান, পর্যায়ক্রমে ১৪ টি ইউনিয়নে সাড়াশি অভিযান চালানো হবে। মাদক ব্যবসায়ীদের জায়গা হবে জেলা খানা। ইত্রিমধ্যে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। আমাদের নজরদারী সব সময়েই থাকবে। তারা এলাকায় ফিরে আসলেই অভিযান চলানো হবে।