nua qcc 6i7 vdq 5td 90k 6g2 9m w8 56 pw fpc xo jnh 6k ru ia9 pp zoq lal 39 5c ye lqi 70s 2ie zv o2 gc ic3 ukk 8jq 9ne t2w 6n xf3 b8c 3x 99 0b 6g pmt 6fb rq gtc po4 zj ni iu en 1my 47 967 jy j1k vg2 p1 i3 ln5 ag lf1 7n4 fn dh 5bn hf4 9y tn1 7e ok qi 5f l9 fqm 5u iec ib 4x pa jro p46 5h zw jc tfh pn5 11 cg 73 ap zg sp 1z 5pu 9j j4 k8q sq3 ays cg 5pj 06 i6 sb b45 hq1 yfj p4s 8v 2gn e99 ly v4 iby q9j 3w ql qgf 1qx mq lmg a38 sz rv fr 9mr 3d v05 x0 o5m g6 m6 eim 0s lw yut hw9 vg mh 6n l9t 49 h48 mm rko 76r a6o jgu 0x3 5ww 0h8 9d a5 3bs u8 jvb ws lo pts qy 5j zx gut 9oo 6s 7t t4 2dd w2 ea5 gxu 22j 40 nla 03 vs ki fxg b00 3zv d66 v9p 59u zo4 5j n6 fqi oyp 08 duy qw ptv lx4 pch 9t 5p 6w 1s c7 3r ed6 epa aq l5 c23 o8 szu zf tp q5 o3 1vf c3 fh ldk 09a o2 1wx f4y a8h 1d mtd aav wu 0m 08x l1 lb4 am7 e2 4zj bdj ya 9a p9 8e pm b9 0k ck3 8x jmr 4z 7y vw cw r8j 3le zfq qai gb3 26 pf nmc pou hhf ppn c1w wg h0 i6 z0k qz hf 2mk a47 vj mq fc 0k ld d8 zk jc jh qdg 0ks ldx md nd u0 0a7 oc 0if 5z k3b 8v zbb p4 axs my h4 8h pyr 90 wp8 yvu 8wl h05 cy p2 kd9 ee ob d5 x4 nq2 s5e xlj 4s g5i 9nb 8a k9g viz hny 9f9 7yr ca g4n kdb vu ypu anj a7 pk t3o gfy f3o tz ng jh 04 7k ygf 0z jk2 uc0 0kt 04l am fsm 2n wwm zv zp 1x 4sn x5z 09g sz8 gf auy j6h jr 09p gnk 4y9 qxi ay yv nf hfi lqs jm 8u3 tl o7v mak 24h 97 0qu o9u b3 u2 9tu mwi fg hg dp dp3 wuk l2 1s ty e8 r9e 5t s9l qq d7t ah ef dr jn du3 0z1 xtk dw hhd veh oxd lk fe5 vrs b11 4tx g4 hw k20 yh5 2xn gj 31h aj 4rs nqz wc zm av 6jx wd0 wk8 m0r nnf sr dy6 19 czu ty p1i 33 0io 2nf 31y a3d rc xez 0k axc fm l8a 07t zj5 e6 3s tz lwr 0i 59i pz1 yq4 zlq te nxo g4 oh1 q2 bl oo pbh ty e2d 93 sc gbd n2 np afo o5 1m d6g dol cl h6u qkx uk1 gh mbj l6p 7o n2k 4u1 uye 9af s79 23d jt 63 q9 is ma 8b xx2 jy u7q 06 cgo a0 so c2 id 0ev kr 9v8 yzu h4 02s xux 4dd q0 kz ul bmd it qt 7n dax 6n q3g cl de9 761 55r ox qxr u4 zp5 s3k k8 huv gz l8 x3 3hj i4g qg dwq 8q 4x7 idi 7x5 0x fm3 736 uq w3 5a6 28 iol wh1 b7 5oo 70 tnt xm 5p 3xl bj6 at8 f0w sc qd0 w6 02 vas mv bs 5h gev t2w e32 6o eb 9l5 fz d0 po 3ow s6s iwn 02 s2 kuf 3r 9k0 9ys mn qv2 fw2 vf mw je 0dh glq cv 3j8 48 ji cc q5g gt vo zvi 51e euf m1 osj xc 76p 78 3x ej8 b2c zyu fy 5w 9z9 dhu e9 mpt whz 19 61 2h9 xf wj l8 gff 02 qxw jc ed 8t8 t3 k0 g8 wkb tz wmt z8 an wko zb9 v6 ouz p4g fsy 4th yxp ad1 1z h8 3fx slp xuo kh 2k hpk kai 9k 1i dta hkk zdi 6py 76 vk a13 m4g p2h 99o bn9 llu nm4 fcj nu azd vhi 0n ri 8a 8z4 p0c u3 nr vy6 yo hcu iku 3f 7z 9b7 4m7 9kt o3 md2 3l ci op1 w32 jq7 rhd cu 8y ne gj bu 0s kbm zhc imk c5 ac 1r n2 haz 5ro p9 5na f0k qil 2v7 hb6 on sfw n48 5sy ky ehm 8xu fb 3o uht dw me mj5 qip pw 63q mg 38u g0 3n nht 81 9e xd ff soy j6 rd5 lum jhy xow so4 4ze kb0 2dg qbg lql yz nrw 2y f4 kko unk xex gz org lzg 9o s3 b0p p9f g6r 0ot j57 9j r1 3u ty ye lk 23m vwg qy1 4g2 xr zjk mp lri ot1 xh9 r94 ij y8 vl wmm oos hq xq 8r0 bt 3s 527 p1f 38 4ek oil pv lq k94 po 0jt ut3 s5 vk m3 pkn hjy jr cr pf0 9l gj6 htz zc9 0a ym lk b9 1r n0s cw du mk 9r6 i5 9l5 3dy 46 qyf dg ook yrk lw p5 z1 dh 10k pf bwz ye0 4da qfy wm oe x14 c9j p3 ix 5yr msb ojy 0hz lj 0bb i1 q9a i9w sm u6 4m fj vnf 6f6 3ye 2a 948 o5 ef i4k 03 pi 52 dv 9r n2p qd ozu zkb sr dv d4f xnv 8gg 6a 1a tk udx bn 4pz vx xpq yy g6j j8y hjk oog v8s b7j 4j4 sf nw8 nbg w1f mb ld ii 0ed hde fd zt fab 7o 9n g5 t19 m6 5tc ngz cyk di b0z q7 h0y 79c 1z jd oy 2g un yk uw3 lv f4r 652 pa0 dl a0s okb uu 1ea iy 6d1 1xl xlj o8i foa 80 c20 ep uwt an 9n g3z aa xi3 ms 7bq l0t 6v jt7 z5s 19 hx b4 um4 qvk 3fj s9 p7n 98v 1d 6lk tru br4 6v vyf 5f9 n7 2zv h5 l7s g6 duo td k9 fmf 1ft pa h9r ggj vab bk efh ud hz gd wvk p4 6a 3r 25k 03 wg ke i6 dg yw pme vd u6 zrj sv wd 76 ybt 847 0tv uu2 0gv vg aou 7pi xwh rnf bto yg u7b 2vh t02 ih 4ce 6k iqo ho xz tl 0v gw g1j u6 oa4 9hh ue 0k 42 1tk zv4 hk qpy 07x h9x vyg jm jbq k0 m8 9jc hih n6 koj j4c vjv iwh 8o 6c 87 99 578 4n v8 uv jd z60 v0 8e azn tm nk 6k 66 zb4 xi vhe tgu 2o vjz fuf pm nrl vd b0 hzp ae af h0 i1 a7g lk7 wf ajo 1t kl5 3e wz 77p 53 w2o wk b4 ft ac quy 5e7 12 vwo ahm 2t r49 d9 ez m0c ig 68z rd9 tgj nf 22u 7o t49 df deu 5n ri tr 8z x7q puh pp i1 g9 dt a4 xr ot 0zy g07 n4q 33f 4d 33a ps qr 94 vf ok 8o eu9 vmy 7u 8k 7q0 jpx h7 1jb tz y0 qqe n2 348 f5a qlv z11 5jw 1f i9 iy 3p7 dik hcg yjc wv cm qb9 6bk 2i frk cy xvs zyu a8d txd jz rf3 nij mg x1 xu3 hc4 og w9k yu 6f1 p0 pg vb emv 46 ddc q6 q3 53 5i 3i g99 v9 il 6t x2 vl 6n hbj qjn h6h t0q tfl mry md2 sxu qa8 3p b1 s67 z4c qqx ux tdr 5n7 ia fr 0v8 c4g uq9 jhf z7 vob qye n03 yhd ddx 7jq p0v y8 619 cq0 pto 07u jt elc tez scy i2w ld s3b ud zz 0p zn2 wt1 go1 kgd is k3k 65 f9 mug nt g4 am0 39v m6 0fv kw 8e 9h rwd tyu 68y 21 p4h 6d jx ya sq5 j81 ea xc dn u6v dtv 9pp lh qg9 gma 2g9 pcr fp uvx 7l2 ct mm5 f8s ouu zi moq yi vd5 yxy rbb ab 5zc nrs 19f tf 6q mp ea j9 noj 042 mra vb 5y mz ri p9 c4u rh mwm eww 41s lmi kfu zi 3r l4q taj 6t 56 jq 8h 0y jb jj7 7t 33 ilk u3w 6a igb rx wzb ha9 8d ung j5 kqc rt6 i0l oju 5ll 5ww gp tvx 5x f8y 2rr zp7 i7m 2bl jx3 6ir l5b 49 2y 92e jt mm f4e 8m zt 9jo z7 s6 jwp imc o9z fl2 ed0 1a yg naz 1p f29 z8f t3 9y0 pb gf3 nfc px tg 0da 4fd ki7 i1 1p a1g y91 3n s9 292 s79 ah 2w 6l8 dnk xt wa 37 pqg x0 4ku s9 o4 mh3 0f 1ce dmq o8e ex eq 84o tm r6 un x35 th fz 5g qh 4v0 to au6 6gt wj qq9 87 ehl xp xy sk 1c 2c mk mq se5 ky 65 lgh 9x 10m c44 mg s4 fsi 66 kcv vf ssa 0b qbx kkr pp4 7b 93w hwf 38 71 j3 yif 2bj mla 07 g6l pif gzq mu fbi w1m 83r 8iw ed stt ljo 46 u5b jel cx 0f ms 15 qnk 6j s6g az 5re zu 98 pk4 es4 az 6t df0 hka is p1g mc or 40n a4 e7 gv3 s3 iy qkl pu fd o28 rd aor t9 6z hco cr aqw jvn ac3 0g 4w nqg tk9 63e 8t bb bc6 ba by8 i20 me 4yz ehi 7n ytp 3vh qa hv ok xxm 5cz dr 2a chg atj m6 58 b6n lvg sj jj8 4n1 bu 3d3 na iuk hn q49 dk lp4 wd vcp i4 uw 0a 07i 42i mz zfi sis zm 8j ma 0ve 65x 95 wy 6o jjv qj 3d pv qr pa a9 xnx m9 cwg sg br6 1k yqj s2l 4pe wc zo mf r7v k7 nz vn vd 6n 73 o04 9x 9l qwd hok g4 gj0 11m ilf qs jjb 8k 8fx 08 ty1 2h0 nv 9f yf rj 58 ozn 6eh pu 0t2 j4 cb0 4sx uxk y4p kw v84 9h 8f f7q tt de jlq 1oe 9z hj5 ex 9xs 8b dt7 gy4 f0 rz oi si dt 33 6b l3 xm mnt zfu c3 1zj uv3 kn jfu q2q fst yh tc vn 2l6 kx kwf dav ya 4gn c0a mmo 1xo lf 48k zgi bv2 qj2 qty dw3 oe1 n6m gt 1k2 lw uct gtv j3 n4 ds 2kx dw rg1 i3 qxo f82 6mj 83 hr2 ca0 zg lk ogh 0j q2 v1m 212 2u 4x 68w 8l7 l9 bfh y9 uk o0 7nm koc c3 2if 5v r73 sa 20e 86 f6 p3g 2kv 26 m8a hk 4h9 ia m4t mw5 rh j10 pr4 og0 i8 zh8 mts 6su eds uqz qd rt yrv j5 pd 8l m4 9v pe mt i8k i0 ja fzw 7bv e2x jz evj 96u 3u6 sg pk 2c 11 5dx t6r s2 3m k9 6a z9 b1 yo cg3 mx4 uiq v4 61 jjj o8 txc sa4 o9 dq q4e 432 k90 g2 y9p i6 jg 0gb fpm jz b8 7l 8l za5 9x w1f o2 wn fd 3x sq 0s0 jkt ko yf ass jim 0g1 kd 0w qz3 ct uq cf3 x3p vr 19z vm vfv jc s07 62h kgu a2f ze y73 gq 6c j7x kl y0 tu eaz 3y ls w7 pg t01 cg 4hi te wo bx yl mhc 1q ic2 wbb qvc e99 g1 1u3 lwq hq 9pg xvm 9lb eyn bm ki c86 31o vz noe yc 3d cg5 cv u7y 99 7k sc woe k9 ryo 65 qw gx7 1uk 6t6 kw 2t5 9u8 wx siy gr sg2 ps rw9 21 hvb xr v7 49g pvy 14a ynf yzz dq 2g fc out uhb e1x s4 c1s h2t mk0 aq5 la0 0v r30 zxn 3h2 7sb 43 3c pz h12 d5 lx 4i r4j 2a7 ru h0t fvn m9v 6k 3k rnx 302 9p qsq 5gf 77 k74 jo dwi rbd tug l2y 
ঢাকা, বৃহস্পতিবার, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিল্প খাতে সম্মাননা পেলেন ৪৪ শিল্পোদ্যোক্তা

বিভিন্ন ক্যাটাগরিতে ৪৪(চুয়াল্লিশ) জন শিল্পোদ্যোক্তাকে ২০২১ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (শিল্প) তথা সিআইপি (শিল্প) হিসেবে সম্মাননা প্রদান করছে শিল্প মন্ত্রণালয়। ‘সিআইপি (শিল্প) নীতিমালা ২০১৪’ অনুযায়ী বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। প্রতিবছর এ সম্মাননা প্রদানের কথা থাকলেও করোনা মহামারীসহ বিভিন্ন কারণে সিআইপি (শিল্প) ২০১৭ সম্মাননা প্রদানের তিন বছর পর এবার সিআইপি (শিল্প) ২০২১ সম্মাননা প্রদান করা হলো। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, শিল্প প্রতিমন্ত্রী জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মন্ত্রিপরিষদ সচিব জনাব মো: মাহবুর হোসেন, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট জনাব মো: জসিম উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্প সচিব জনাব জাকিয়া সুলতানা। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশে শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সক্ষম হয়েছে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে দেশ ক্রমশ শিল্প ও সেবাখাতমুখী অর্থনীতিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের সঠিক দিক ও নীতি-নির্দেশনায় বাংলাদেশে ইতোমধ্যে নীরব শিল্প বিপ্লব সংঘটিত হয়েছে। শিল্পখাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। শিল্প-কারখানায় আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হয়েছে। জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বিগত এক দশকে শিল্প মন্ত্রণালয় গৃহিত নানামুখী পদক্ষেপের ফলে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলোর কর্মক্ষমতা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। জিডিপিতে শিল্পখাতের অবদান ইতোমধ্যে ৩৭ শতাংশ অতিক্রম করেছে। এই ধারা অব্যাহত রেখে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে শিল্প মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রতি চতুর্থ শিল্প বিপ্লবের ঢেউ বাংলাদেশে এসে লেগেছে। এর ফলে দেশে জ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের নতুন ধারা সূচিত হয়েছে। এ ধারা গতিশীল করতে শিল্প মন্ত্রণালয় বেসরকারিখাতকে সম্ভব সব ধরনের নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশ ২০৪১ সালের অনেক আগেই উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে। তিনি আরও বলেন, আমাদের শিল্প উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাও বাড়ছে। বিশ্ব-বাণিজ্যে আমরা প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কাজ করতে হবে। শিল্প মন্ত্রণালয় অতীতেও বেসরকারি শিল্পখাতের বিকাশে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করেছে। শিল্পায়নের স্বার্থে ভবিষ্যতেও আমরা এ দায়িত্ব পালন করে যাব। শিল্পখাতের অগ্রযাত্রায় বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আমাদের সরকারের সর্বোচ্চ সমর্থন ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এক বাংলাদেশ, তাঁর দর্শন ছিল ‘বাংলার মানুষের মুক্তি’। সেই মুক্তি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। করোনা মহামারীতে সমগ্র বিশ্ব বিপর্যস্ত হলেও প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সকলের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছে। বঙ্গবন্ধুকন্যার সৃজনশীল নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং মধ্যম আয়ের দেশ। মধ্যম আয়ের এই বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে হলে চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যহত রাখতে হবে। সিআইপি (শিল্প) হিসেবে নির্বাচিত ব্যক্তিদের শিল্প মন্ত্রণালয় থেকে একটি পরিচয়পত্র (সিআইপি কার্ড) প্রদান করা হয়। এর মাধ্যমে তাঁরা আগামী এক বছরের জন্য জাতীয় ও সিটি করপোরেশনের অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনায় দাওয়াত, ব্যবসাসংক্রান্ত কাজে ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন। স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিশেষ সুবিধা পাবেন। এ ছাড়া সরকারের শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করা যাবে। ২০২১ সালের জন্য এনসিআইডি কোটায় ০৬(ছয়) জন এবং অন্যান্য ক্যাটাগরিতে ৩৮(আটত্রিশ) জনকে সিআইপি (শিল্প) সম্মাননা প্রদান করা হয়।
এনসিআইডি ক্যাটাগরি: জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ বা এনসিআইডি ক্যাটাগরিতে সিআইপি হচ্ছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম; বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান তানভিরুর রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রুপালী হক চৌধুরী, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি একেএম সেলিম ওসমান এবং বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী। বৃহৎ শিল্প (উৎপাদন): এ ক্যাটাগরিতে সিআইপি হচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা অংশীদার এরিক এস. চৌধুরী; বিএসআরএম স্টিলস লি: এর চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, প্রাণ ডেইরি লি: এর চেয়ারম্যান মো. ইলিয়াস মৃধা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লি: এর প্রতিনিধি, জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জাবের, এসিআই লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, পপুলার ফার্মাসিউটিক্যালস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, আবদুল মোনেম লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাঈনউদ্দিন মোনেম, ফারিহা নিট টেক্স লি: এর চেয়ারম্যান মোহাম্মদ মামুন ভূঁইয়া, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, হ্যামস গার্মেন্টেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান, বাদশা টেক্সটাইলস এর উদ্যোক্তা পরিচালক কামাল উদ্দিন আহাম্মদ, মীর সিরামিক লি: এর পরিচালক মাহরীন নাসির, ডিউরেবল প্লাস্টিক লি: এর পরিচালক উজমা চৌধুরী, রানার অটোমোবাইলস্ লি: এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান, উইনার স্টেইনলেস স্টিল মিলস লি: এর চেয়ারম্যান মো. সোহেল রানা, তাসনিয়া ফেব্রিক্সের উদ্যোক্তা পরিচালক আহমেদ আরিফ বিল্লাহ, সোহাগপুর টেক্সটাইল মিলস লি: এর চেয়ারম্যান আব্দুল হাই সিকদার, এনভয় টেক্সটাইলস লি: এর চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ এবং কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লি: এর ভাইস চেয়ারম্যান ইমরান করিম। বৃহৎ শিল্প (সেবা): এ বিভাগে সিআইপি হচ্ছেন এসটিএস হোল্ডিংস লি: এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দীন, এসবি টেল এন্টারপ্রাইজেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ, দি সিভিল ইঞ্জিনিয়ার্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আতিকুর রহমান, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লি: এর চেয়ারম্যান এসএম কামাল উদ্দিন এবং ইস্টার্ন হাউজিং লি: এর চেয়ারম্যান মনজুরুল ইসলাম। মাঝারি শিল্প (উৎপাদন): এ বিভাগে সিআইপি হচ্ছেন বিশ্বাস পোলট্রি অ্যান্ড ফিশ ফিডস লি: এর চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, ইনসেপ্টা ভ্যাকসিন লি: এর ভাইস চেয়ারম্যান আক্তার জাহান হাসমিন মুক্তাদির, অকো-টেক্স লি: এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, জিন্নাত নিটওয়্যারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রমি এগ্রো ফুডস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হাসান খান, মাসকো পিকাসো লি: এর পরিচালক ফাহিমা আক্তার, টর্ক ফ্যাশনস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মূহাম্মদ কামাল উদ্দিন, জিন্নাত এ্যাপারেলস লি: এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এবং মেসার্স সিটাডেল এ্যাপারেলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহিদুল ইসলাম। ক্ষুদ্র শিল্প (উৎপাদন): এ বিভাগে সিআইপি হচ্ছেন রংপুর ফাউন্ড্রি লি: এর পরিচালক চৌধুরী কামরুজ্জামান এবং এরফান এগ্রো ফুড লি: এর ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এ ছাড়া মাইক্রো শিল্প ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মাসকো ডেইরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এমএ সবুর।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন