
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয় পর্যায়ে উদ্বোধনকৃত “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ২২-২৮ মে ২০২৩ সারা দেশে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ চলবে।তারই ধারাবাহিকতায় যশোর জেলার কেশবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার কেশবপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে সোমবার সকালে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন কেশবপুর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনের পরে একটি র্যালি বের হয়।