সারাদেশের ন্যায় নীলফামারীতে স্মার্ট ভূমি সেবায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ ভূমি সেবা সপ্তাহটি জেলা প্রশাসক কার্যালয়ের ই-তথ্য সেবা কেন্দ্র কক্ষে ২২মে থেকে ২৮মে পযর্ন্ত ভূমি সেবা প্রদান করবেন পৌর ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. নেছারুল ইসলাম। স্মার্ট ভূমি সেবায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, সদর উপজেলা সহকারি ভূমি কমিশনার মো. ইবনুল আবেদীন, টুপামারী ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মো.আলমগীর হোসেন, ইটাখোলা ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, চওড়া বড়গাছা ইউনিয়ন উপ-সহকারি ভূমি কর্মকর্তা মোছা.হাবিবা খাতুন, চড়াইখোলা ইউনিয়ন উপ-সহকারি কর্মকর্তা ইতুসমিন কবিরসহ সদরের ১৫টি ইউনিয়নের উপ-সহকারি কর্মকর্তা ও সেবা গ্রহণকারীরা উপস্থিত ছিলেন।