ePaper

সরাইলে জ্বলছে না গ্যাসের চুলা বিপাকে উপজেলাবাসী

মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল

সাধারণত শীত মৌসুম আসলেই গ্যাস সরবরাহ কমে যায়। আর সরাইলে বহুদিনের গ্যাসের নানা সমস্যা এমনিতেই লেগেই থাকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে. জ্বলছে না চুলা। দিনের বেশিরভাগ সময়ে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে সময় পার করছেন উপজেলা বাসী। কখনও ভোরে আবার কখনও গভীর রাতে গ্যাস আসে। তাও তা স্থায়ী হয় ঘণ্টাখানেক। কিন্তু গত কয়েকদিন যাবত লাইনে গ্যাস না থাকায় ঘরে রান্নাবান্না বন্ধ। এ সময় বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হয়েছেন। শীতের সকালে ঘুম থেকে উঠে হইচই অবস্থা। এক কাপ চা খাবেন সেই পানিও গরম করার জো নেই। সরাইল উপজেলার সদর উউচালিয়া পাড়া সহ বেশিরভাগ এলাকাতেই বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। টানা কয়েকদিন গ্যাস না থাকায় বাড়ির ছাদের উপর ইট বসিয়ে কাঠ পুড়িয়ে জরুরি রান্না সারছেন এলাকার বাসিন্দাদের কেউ কেউ। তাদের মধ্যে বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস কিনছেন। কেউ রান্না করছেন অবৈধ ইলেক্ট্রিক হিটারে, কেউ আবার রান্না বসাচ্ছেন তেলের চুলায়। স্থানীয়রা জানান, রাতে গ্যাস আসে। আবার বিকালে আসলেও তাও স্থায়ী হয় এক দেড় ঘণ্টা। গ্যাস না থাকলেও সময়মতো তাদের গুণতে হয় বিল। সকালে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়ে তারা ঠিকমতো খেতে পারছে না। বাইরের খাবার খেয়ে তাদের সন্তানেরা অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান তারা। সকালে গ্যাস না থাকায় অনেক বাসায় মুমূর্ষ রোগীরা বুড়ো মানুষ অনেক কষ্টে দিন যাপন করছেন। গ্যাস সংকটে অনেক সময় গরম পানি করা যাচ্ছে না। উপজেলা সদর এলাকার গৃহিণী রাবিয়া জানিয়েছেন, সকাল ৬টার পর থেকেই গ্যাস উধাও হয়ে যায়। এরপর সারাদিন আর গ্যাস আসে না। রাত ৭টার এর পর গ্যাস আসে। তখনই তিনি রান্নার কাজ শুরু করেন, যা শেষ করতে ১২টার বেশি বেজে যায়। গত ৮-১০ দিন ধরেই এই অবস্থা চলছে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ আলম এ প্রতিনিধি’কে জানান, গ্যাসের চাপ কম থাকায়। গ্যাস শিল্প, বিদ্যুৎ, সার, বাসাবাড়ি এবং সিএনজি তে সরবরাহ করা হয়। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় এর একটি প্রভাব বাসাবাড়ির ওপর পড়েছে। তিনি আরও জানান, এ ছাড়াও শীতকালে গ্যাসের চাপ একটু কম থাকে বলেও জানান বাখরাবাদেরএই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *