ePaper

শ্রীমঙ্গল থানার অভিযানে পলাতক ৪ আসামি গ্রেফতার

মো.আফজল হোসেইন, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামিকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম। অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এর নির্দেশে এসআই অলক বিহারী গুণ, এসআই বাবলু কুমার পাল, এএসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আসামিদের গ্রেফতার করা হয়। এছাড়াও গতকাল বুধবার শ্রীমঙ্গল থানা আটককৃত ৪ আসামিকে আদালতে প্রেরণ করেন। এর আগে মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানা এলাকার পৃথক স্থান থেকে, সিআর সাজা ১৫৯/১৪ শ্রীমঙ্গল পলাতক ১.দূর্গাচরণ মহালী, ২.দোলন মহালী, উভয় পিতা -টিম মহালী। উভয় ঠিকানা-টিপড়াছড়া চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার। সিআর -৩০৩/২৪ শ্রীমঙ্গল, পলাতক আসামি লিটন মিয়া, ঠিকানা -নতুন বাজার, থানা- শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার। সিআর ৫০১/২৪ শ্রীমঙ্গল পলাতক আসামি -সাব্বির আহমদ, পিতা -আব্দুল কাইয়ুম, ঠিকানা -কটিয়ারকোণা হুগলিয়া, থানা -শ্রীমঙ্গল, জেলা -মৌলভীবাজার। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো.দেলোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার আসামিদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *