ePaper

মা বেঁচে গেলেও মারা গেলো দুই শিশু সন্তান

রবিউল ইসলাম (সাতক্ষীরা) শ্যামনগর

সাতক্ষীরা শ্যামগনর হাসপাতালে আনার আগেই শিশু সন্তান দুটি মারা যায়, এমনটি জানালো হাসপাতালের কর্মরত চিকিৎসক। মা বেঁচে গেলেও আসল রহস্য এখন বের হয়নি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় নিজের কোলের শিশু সন্তান দুটিকে প্রথমে বিষ পানে হত্যা করে পরে মা নিজেই বিষপান করে গলায় রঁশি বেচিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। নিহত শিশু দুটির নাম হলো- মাহির (৫) ও আরিয়ান ৯ মাসের শিশু। পিতার নাম মাহমুদ হাসান। শিশু দুটির মা রত্না খাতুন (৩০)। শিশু দুটির দাদী বলেন, আমি বাড়ীতে ছিলাম না, মেয়ের বাড়ীতে গিয়েছিলাম কিন্তু আমার বউ মা ও আমার ছেলের সাথে কোন গোলমাল হয়নি, তাদের মধ্যে যথেষ্ট মিল আছে। নির্বাক পিতা মাহমুদ হাসান বলেন, আমি আমার ঔষধের দোকানে ছিলাম, বাড়ীতে কোন ঝামেলা হয়নি, পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোন সমস্যা নেই, এঘটনা শুনেই আমি হাসপাতালে এসেছি, আপনারা আমার স্ত্রী কে বাঁচান, তাহলে আসল রহস্য উদঘাটন করা যাবে। শ্যামনগর হাসপাতালের কর্মরত ডাক্তার তরিকুল ইসলাম বলেন, বাচ্চা দুটি বিষপানে মারা গেছে হাসপাতালে আনার আগেই, তবে মা কে আমরা ওয়াশিং করছি, সে এখনও বেঁচে আছে, আমরা চেষ্টা করছি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন, বাচ্চা দুটি মারা গেছে, মা হাসপাতালে আছেন, পুলিশ সেখানে গেছেন, তবে এঘটনার আসল রহস্য এখনও জানা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *