মো. সহিদুল ইসলাম, মধুখালী
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রবিবার বিকালে গয়েশপুর গ্রামে দিনমুজুর ছাদেক আলী মন্ডলের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় সাদেক আলী মন্ডল একজন দিনমুজুর। আগুনে তার ঘরবাড়ী সহ আসবাবপত্র পুড়ে যায়। তাছাড়া তার উপার্জনের মাধ্যম একটি গরু আগুনে পুড়ে যায় সেটির অবস্থাও আশঙ্কাজনক। এখন তিনি নিরুপায় হয়ে খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। আরও জানা যায় বিদ্যুৎতের সর্ট সার্কিটে তার বাড়ীতে আগুন লাগে। সাদেক আলী মন্ডলের আত্নচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রন করলেও ঘর ও আসবাবপত্র রক্ষা করতে পারে নাই। আগুন লাগার সংবাদ শুনে কামারখালী ইউনিয়নের ইউপি সদস্য ছরোয়ার ফকির ঘটনা স্থলে যান এবং পরিবারের সান্ত্বনা সহ পরিবারের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে জানা যায়।