ePaper

ফরিদপুরে জমি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন

সবুজ দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতার বাজারে কয়েক ব্যক্তির জমি বিগত সরকারের সময় দাপট দেখিয়ে দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে এসব জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। গতকাল শনিবার দুপুরে উপজেলা চিতার বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্থ ও তাদের স্বজনরা অংশ নেন। ভুক্তভোগীরা জানান, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিন বিশ্বাস ওরফে আমিন মিয়া বিগত সরকারের সময় আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে ক্ষমতার প্রভাব খাটিয়ে চিতার বাজারের বিভিন্ন স্থানে ১০.৫০ শতাংশ জমি দখল করে নিয়ে স্থাপনা নির্মাণ করেন। তারা জানান, ওই সময় আদালতের শরণাপন্ন হলে আদালত কতৃক ১৪৪ ধারা জারি করলেও, তা অমান্য করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণ করে জবর দখল করে রাখেন জমিগুলো। ভুক্তভোগীরা দাবী করেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে জবরদখলকৃত জমি ফেরত চাইতে একাধিকবার আমিন বিশ্বাসের শরণাপন্ন হলে উল্টো ভয় ভীতি প্রদর্শন এবং অপপ্রচার চালাচ্ছেন। তারা আরো দাবি করেন। আমিন বিশ্বাস একাধিক মামলার আসামি হলেও অজ্ঞাত কারণে তাকে গ্রেফতার না করায় আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছেন। তাই তারা আমিন বিশ্বাসকে গ্রেফতার ও জবরদখলকৃত সম্পত্তি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *