আল আমিন, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে নুরুল আমিন সবুজ (৫৪) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত নুরুল আমিন সবুজ মহানগরীর সিদ্ধিরগঞ্জের তিন নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী এলাকার মৃত রুস্তম আলী ছেলে। নিহত বিবি ফাতেমা নোয়াখালী সদর উপজেলার শ্রীপুর এলাকার সফি উল্লার মেয়ে। আদালতের পাবলিক প্রসিকিউটর এড. আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২১ সালের ১৪ মে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় পারিবারিক কলজের জের ধরে নুরুল আমিন সবুজ তার স্ত্রী ফাতিমাকে জবাই করে হত্যা করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়। আসামি নিজে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সেই সঙ্গে ১৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেছেন।