হেলাল উদ্দিন, (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। নবীনগর সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাবেক জিএস কেন্দ্রীয় বিএনপির নেতা সায়েদুল হক সাঈদ। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অংকুর শিশু কিশোর সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠাতা আনিসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এটিএম, মমতাজুল করিম, বিশেষ আলোচক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আল আমীন শাহীন, বিশেষ মেহমান ছিলেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মেহেদী হাসান, নবীনগর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রাণী ভট্টাচার্য প্রমুখ। এসময় নবীনগর সাংবাদিক কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।