পি. কে. বিশ্বাস
বাংলাদেশ জাতীয় জাদুঘর বুধবার ২২ জানুয়ারি জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী: জীবন, কর্ম ও উত্তরসূরিদের কথা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে। সেমিনার ও আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী গবেষক ড.এস.এম ইলিয়াছ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবাব ফয়জুন্নেচ্ছা জমিদার বাড়ি জাদুঘরের সমন্বয়ক বিশিষ্ট সাংবাদিক জনাব এম.এস দোহা এবং আরফাতুন্নেছা ওয়াকফ এস্টেট এর সভাপতি জনাব ফজলে রহমান চৌধুরী আয়াজ। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচবি ও বাংলাদশে জাতীয় জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব¡) জনাব মো. ফরহাদ সিদ্দিক। আলোচনায় নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানীর জীবনের নানা দিক তুলে ধরা হয়। নবাব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী ১৮৩৪ সালে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও-এ এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। জনহিতৈষী কাজের জন্য রানি ভিক্টোরিয়া জমিদার ফয়জুন্নেচ্ছাকে ‘নবাব’ উপাধিতে ভূষিত করেন। নবাব উপাধি পাওয়া একমাত্র নারী জমিদার ছিলেন তিনি। শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ জমিদার। কেবল প্রথম নারী নবাব হিসেবেই নন, নারী শিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য নওয়াব ফয়জুন্নেচ্ছা চৌধুরানী ইতিহাসে অমর হয়ে আছেন। ১৮৯৪ সালে কুমিল্লার লাকসাম উপজেলায় তিনি নওয়াব ফয়জুন্নেচ্ছা জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন। ইতিহাসের সাক্ষী নওয়াব ফয়জুন্নেচ্ছা জমিদার বাড়িটিকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘরের শাখা হিসেবে গত ৬ জুন ২০২৩ সালে শুভ উদ্বোধন করা হয়।