মো. রুহুল আমিন রাজু, জামালপুর
গত মঙ্গলবার জামালপুর জেলা পুলিশের ডিএসবি(বিশেষ শাখা)-২০২৪ এর বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ময়মনসিংহ রেঞ্জের মাননীয় ডিআইজি ড. মো. আশরাফুর রহমান; ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ মহোদয় ডিএসবি(বিশেষ শাখা) জামালপুর পরিদর্শন করেন। পরিদর্শন উপলক্ষে জামালপুর পুলিশ অফিস প্রাঙ্গণে রেঞ্জ ডিআইজি উপস্থিত হলে ডিআইজি মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান মিলন মাহমুদ-বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর। জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব ও মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা। ডিআইজি মহোদয় সরেজমিনে ডিএসবি (বিশেষ শাখার) সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় ডিএসবি(বিশেষ শাখা) জামালপুরের সকল কার্যক্রমের প্রশংসা করেন। পরে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ডিএসবি(বিশেষ শাখার) আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে ডিআইজি মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এর আগে রেঞ্জ ডিআইজি মহোদয়কেঁ জামালপুর পুলিশ অফিস প্রাঙ্গণে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে। এসময় আরো উপস্থিত ছিলেন মো. মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ); মো. সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস্); মো. রাশেদুল হাসান, ডিআইও-১, ডিএসবি(বিশেষ শাখা); মো. শফিকুল ইসলাম, ডিআইও-২, ডিএসবি(বিশেষ শাখা) জামালপুর জেলার গোয়েন্দা পুলিশ ডিবির ওসি নাজমুস সাকিব এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।