ePaper

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাসিব, জবি প্রতিনিধি

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অশালীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মন্তব্য করার সময় তা যেন যুক্তিপূর্ণ ও শালীন হয়, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনো ধরনের অপমানজনক এবং অবমাননাকর ভাষা ব্যবহার সম্পূর্ণ অনুচিত। এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে এবং বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে কোনো ধরনের উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে করা অমার্জিত মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। আমরা কোনো ধরনের উস্কানিতে প্রভাবিত হব না এবং আমাদের নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসব না। শিক্ষার্থী ও শিক্ষকদের প্রত্যাশার ভিত্তিতে নেওয়া নিজস্ব ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত অটুট থাকবে। এটি আইনসম্মত এবং সঠিক পথ।” শিক্ষার্থীরা ধারণা করছেন, “প্রশাসন থেকে এমন তীব্র প্রতিবাদ জানানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মান সঠিকভাবে ধরে রাখতে পারবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *