ePaper

চট্টগ্রাম নগরীতে শতাধিক জুয়ার আসরের দৌরাত্ম্যে সর্বশান্ত সাধারণ মানুষ

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগর জুড়ে আবারও জমে উঠেছে জমজমাট জুয়ার আসর। নগরীর ৪১টি ওয়ার্ডে দুই থেকে তিন করে অনন্তত শতাধিক জুয়ার আসর চলছে। এ সকল জুয়ার আসরের দৌরাত্ম্যে সর্বশান্ত সাধারণ মানুষ। কোন কোন জুয়ার আসর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মেনেজ করে। আবার কোন কোন জুয়ার আসর চলছে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে। এসব জুয়ার আসরে নিম্নবিত্ত থেকে কথিপয় ব্যবসায়ীদের অবাদ যাতায়াত রয়েছে। এসব জুয়ার আসরের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত হওয়ার অভিযোগও আছে। কোন কোন জুয়ার আসরে চলছে মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ। তথ্যানুসন্ধানে জানা গেছে, ২০২২ সালে সারা দেশের মতো বন্দর-নগরী চট্টগ্রামেও ক্যাসিনো এবং মাদক বিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিগত আওয়ামীলীগ সরকারের অনেক সংসদ সদস্যসহ প্রভাবশালী নেতা এসব ক্যাসিনো এবং জুয়ার আসরের নিয়ন্ত্রক ছিল তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উঠে আসে। এমনকি খেলাধুরার ক্লাবঘর গুলোকেও জুয়ার আসরে পরিনত করেছিল বিগত আওয়ামীলীগ সরকারের লোকজন। ২০২২ সালের ১১ জুন মধ্যরাতে নগরীর হালিশহর রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কোঅপারেটিভ সোসাইটির কার্যালয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ৫৩ জন জুয়ারী, ৪৪৭টি ক্যাসিনো চিপ, ১১৫ সেট কার্ড এবং জুয়া খেলার ৩ লক্ষ ৬৯ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়। ২০২৩ সালের ২২ মে রাতে খুলশী থানাধীন ওয়াসা মোড়ের মুনতাসির ভবনে ক্যাসিনো জুয়ার আসরে অভিযান পরিচালনা করে সাতজনকে আটক করে পুলিশ। এছাড়া ২০১৯ সালের সেপ্টেম্বরে নগরীর ডবলমুরিং থানাধীন আইচ ফ্যাক্টরী রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে অভিযান চালিয়ে অবৈধ ক্যাসিনোর আদলে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে র‌্যাব ও পুলিশ। এ সময়ে র‌্যাব ও পুলিশেষ যৌথ টিম নগরীর হালিশহর থানাধীন আবাহানী ক্লাব লিমিটেড ও সদরঘাট রোডে অবস্থিত মোহমেডান ক্লাব লিমিটেড ও অভিযান পরিচালনা করে। দুই ক্লাব থেকেও বিপুল পরিমান জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্টের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্কৃয় ভূমিকার কারণে সুযোগ নিয়েছে এসব জুয়ার আসর পরিচালনাকারীরা। কোথাও ক্লাবে, আবার কোথাও ভাড়া বাসায় কিংবা বস্তিতে চলছে এ জুয়ার আসর। স্থানীয় লোকজন জানান, নগরীর দেওয়াহাট এলাকার ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জুয়ার আসর পরিচালনা করে আসছে জাহেদ ও আজিজ নামে দুই ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *