ePaper

চট্টগ্রামে অমর একুশে বই মেলার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত

সওকত আলী খান বাদল, চট্টগ্রাম

জ্ঞান ও মননের আকাঙ্খা পূরনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, চট্টগ্রাম নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশ গ্রহনে আগামী ১ ফেব্রুয়ারী শনিবার থেকে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম জিমনেশিয়াম চত্বরে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫ শুরু হতে যাচ্ছে, যা ২৬ ফেব্রুয়ারি ২০২৫ইং পর্যন্ত চলবে। অমর একুশে বই মেলা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম চত্বরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের অমর একুশে বইমেলার প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, মেলায় স্টলের সংখ্যা ১৪০টি। অংশগ্রহনকারী ঢাকার প্রকাশনার সংখ্যা ৪৪টি চট্টগ্রাম প্রকাশনা সংখ্যা -৭৪টি। আমর একুশে বই মেলায় সাংবাদিক সম্মেলনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শত সীমাবদ্ধতার মাঝে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই মেলাকে সফল করতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা অনেকেই আজকাল মোবাইলে ও মাদকে আসক্ত হয়ে পড়েছে। সময় অর্থ, স্বাস্থ্য সবই শেষ যাচ্ছে এর পেছনে। এতে তারা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বই অন্যতম বন্ধু যা তাদের মোবাইল ও মাদকের আসক্তি থেকে বের করে সৃজনশীল মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে পারে। সেক্ষেত্রে মা-বাবা, শিক্ষক ও সমাজের সবাইকে সচেতন হতে হবে। তাই বইমেলা আয়োজকের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা আমাদের ওপর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *