ePaper

গাইবান্ধার সাদুল্লাপুরে অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকশালাইপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, কাজী সাখাওয়াত হোসেন প্রতিষ্ঠানে দির্ঘদিন অনুপস্থিত থাকার পরেও বেতন ভাতা উত্তোলন ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রেক্ষিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অধ্যক্ষ দির্ঘদিন থেকে মাদ্রাসায় অনুপস্থিত থাকার পরেও বেতন ভাতা উত্তোলন করছেন বলে জানান মাদ্রাসার ছাত্ররা। এলাকাবাসী জানান, তিনি বিভিন্ন অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন। মাদ্রাসার সাবেক মেধাবী ছাত্র মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, সম্প্রতি নিয়োগ বাণিজ্যের এক কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেন সাখাওয়াত হোসেন। ২০২২ সালে মিজানুর রহমান নামের একজন সমাজ বিজ্ঞান শিক্ষককে ১৮ লক্ষ টাকার বিনিময়ে ২০১৪ সালে ব্যাক ডেটে নিয়োগ দেখিয়ে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত করা হয়। বর্তমানে আরো একজন শিক্ষক গোবিন্দ চন্দ্র সরকার কে ২০ লক্ষ টাকার চুক্তিতে এমপিও ভুক্তি করনের নামে নিয়োগ দিয়ে রেখেছেন। মাদ্রাসা সংলগ্ন চকশালাইপুর মাদ্রাসা বাজার প্রতিষ্ঠানের উন্নয়ন ফান্ডের নামে চাঁদাবাজি করে আসছেন ২০০৫ সাল থেকে। এবং প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল ও প্রতিমাসে শিক্ষকদের কাছ থেকে চক-ডাস্টারের খরচ বাবদ অর্থ নিয়ে আসছেন অধ্যক্ষ কাজী সাখাওয়াত হোসেন। আনিয়মের প্রতিবাদে একাধিক শিক্ষককেও বরখাস্ত করা হয়। আইনের তোয়াক্কা না করে মাদ্রাসার মাঠের চারপাশে সারিবদ্ধ বড় বড় মেহগনি ও রেইনট্রি গাছ ১০ লক্ষ টাকায় বিক্রি করে আত্মসাত করেন। উপজেলার ভাঙ্গা মোড় গ্রামের গোলাপ হোসেনের স্ত্রী ও উক্ত মাদ্রাসার শিক্ষিকা মানু খাতুনকে ধর্ষণ করেন। পরবর্তীতে ধর্ষণ মামলা হলে ভয়-ভীতি প্রদর্শন করে ও আওয়ামী দলীয় প্রভাব খাটিয়ে তাকে বিয়ে করেন। অথচ গোলাপ হোসেন মানু খাতুনকে এখন পর্যন্ত তালাক প্রদান করেন নাই। এরকম লম্পট, দুর্নীতিবাজ, চরিত্রহীন মাদ্রাসা অধ্যক্ষ কে অপসারণের দাবিতে এলাকাবাসী গত ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উক্ত প্রতিষ্ঠানের জমিদাতা মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আঙ্গুর প্রামাণিক, আনারুল ইসলাম, মো. আজি সরদার, মো. ইমরান হোসেন, মো. রেজাউল করিম, মো. সৈকত মন্ডল, মো. রাসেল মিয়া, মো. লিটন মিয়া, মো. রাশেদুল ইসলাম নজর, মো. সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুস সামাদ আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়া, মো. ইমরান আলী, মো. মাহবুব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দেছার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শামসুল আলম ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মো. জাহাঙ্গীর আলম এবং জামালপুর ইউনিয়নের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *