মো. আজিজার রহমান (দিনাজপুর) খানসামা
দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ০৩ দিন ব্যাপী আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদে এর উদ্বোধন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক ও কৃষকরা। আম, কৃষি প্রযুক্তি ও ফল মেলায় ০৪ টি স্টলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীদের উৎপাদিত দেশি বিদেশি ফল নিয়ে অংশগ্রহণ করেন। প্রদর্শিত ফলের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিভিন্ন জাতের আম, অরবরই, সফেদা, আঙ্গুর, ডেউয়া, পেঁপে, লেবু, কাঁঠাল, ডালিম, কামরাঙ্গা, লটকন, জাম্বুরা, তাল, লিচু, আনারস ও দেশী খেজুর। এছাড়াও উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ছাদ কৃষি, ফল সংরক্ষণ ও জৈব পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রদর্শনী রাখা হয়।