ePaper

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরকারী দুই মহিলা আটক

আহসান বিশ্বাস, কুষ্টিয়া

কুষ্টিয়ায় দায়িত্ব পালনরত নাজমুল হোসেন নামের ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরকারী সোহনা ইসলাম ও শান্তা খাতুন নামের দুই মহিলাকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদ্বয় হলেন- সোহনা ইসলাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী ও শান্তা খাতুন হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী। উল্লেখ্য, বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ওই পুলিশ সদস্যকে দুই নারী চড়-থাপ্পড় মারেন ও জুতাপেটা করেন। পুলিশ সদস্যকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। ওই দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করেন। সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায়। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *